হোম > সারা দেশ > মাদারীপুর

শিক্ষককে মারধরের অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় শিক্ষককে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খাকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, প্রায় চার বছর আগে এনামুল হক উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এই বিদ্যালয়ের পাশেই সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খার মামাতো ভাই আক্তার খা পুরি ও শিঙাড়ার দোকান দিয়ে ব্যবসা করতেন। 

বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে শিক্ষক এনামুল হক প্রায় শিক্ষার্থীদের বাইরের খাবার খেতে নিষেধ করতেন। বিশেষ করে শিঙারা ও পুরি খেতে নিষেধ করতেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন দেলোয়ার। বিদ্যালয়ে ক্লাস চলার সময়ই শিক্ষার্থীদের সামনে মঙ্গলবার দুপুরে দেলোয়ার এনামুলকে মারপিট করেন। এদিকে চলে আসার সময় শিক্ষককে হুমকিও দেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মাদারীপুর মডেল সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরে রাতেই পুলিশ দেলোয়ার খাকে গ্রেপ্তার করেন। 

মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম বলেন, ‘দেলোয়ার সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য। কিন্তু আমি তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানি না।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযুক্তকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার