হোম > সারা দেশ > ঢাকা

জন্ম নিবন্ধন–পাসপোর্টে আইনগত অভিভাবক যুক্ত করতে রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টসহ পরিচয় নিশ্চিতের সকল ক্ষেত্রে বাবা–মায়ের সঙ্গে আইনগত অভিভাবক যুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ ও নারী পক্ষের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন। 

স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে নেওয়া পদক্ষেপ আগামী চার মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। 

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনুন নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আইনুন নাহার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, যেমন –ইপাসপোর্টে বাবা–মা এবং অভিভাবকও আছে। আবার সাধারাণ পাসপোর্ট ফরমে বাবা–মা আছে, অভিভাবক নেই। এনআইডিতে বাবা ও মা বাধ্যতামূলক। একেকটা একেক রকম। 

তিনি বলেন, সব জায়গায় একই রকম করার জন্য আমরা বলেছিলাম। মানে সব ফরমে যাতে যে কোনো একজনের বিধান রাখা হয়। বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবক–এরকম বিকল্প রাখতে হাইকোর্ট রুল দিয়েছেন এবং চার মাসের মধ্যে প্রতিবেদন বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট