হোম > সারা দেশ > ঢাকা

ডায়রিয়া মোকাবিলায় আইসিডিডিআরবির পাশে ডক্টরস উইদাউট বর্ডারস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় পানিবাহিত রোগ ডায়রিয়ার তীব্রতা কমাতে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়েছে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস বা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশকে (আইসিডিডিআরবি, বি) ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে সংগঠনটি। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্বাভাবিকের চেয়ে বেশি হারে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই সহযোগিতা প্রদান করা হয়।  

চলতি মাসের ৩ থেকে ৮ তারিখের মধ্যে এমএসএফ ক্যাথেটার, রিহাইড্রেশান সল্ট এবং ক্ষত নিরাময়ের জন্য ১২ হাজার ৭০০ প্যাকেজ চিকিৎসাসামগ্রীসহ মোট ৫ হাজার লিটার সমমানের ওষুধ এবং স্যালাইন সলিউশন একত্রিত করে পাঠানো হয় সংগঠনটির পক্ষ থেকে। 

কেবল সহায়তা পাঠিয়েই ক্ষান্ত নয় এমএসএফ। সঙ্গে জানিয়েছে, বাংলাদেশের ডায়রিয়া পরিস্থিতির পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং প্রয়োজনে যেকোনো জরুরি অবস্থায় ঘনিষ্ঠভাবে আইসিডিডিআর,বিকে আরও সহায়তা দেবে।

এদিকে আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ঢাকায় ১৭ মার্চ থেকে প্রতিদিন গড়ে ১ হাজারেরও বেশি রোগী পানিবাহিত রোগ ডায়রিয়ার নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ক্রমবর্ধমান এই রোগীর সংখ্যা ঢাকার বিভিন্ন হাসপাতাল ও তার কার্যক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলছে।

সম্প্রতি আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ড. বাহারুল আলমের সঙ্গে এসব অনুদান সামগ্রী নিয়ে দেখা করেন এমএসএফের কামরাঙ্গীরচরের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মাদ আবু তাহের, মেডিকেল টিম লিডার জোবিন জোসেফ, অকুপেশনাল হেলথ অফিসার মাহমুদ ইমরান তালুকদার।  

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ