হোম > সারা দেশ > ঢাকা

ডায়রিয়া মোকাবিলায় আইসিডিডিআরবির পাশে ডক্টরস উইদাউট বর্ডারস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় পানিবাহিত রোগ ডায়রিয়ার তীব্রতা কমাতে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়েছে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস বা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশকে (আইসিডিডিআরবি, বি) ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে সংগঠনটি। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্বাভাবিকের চেয়ে বেশি হারে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই সহযোগিতা প্রদান করা হয়।  

চলতি মাসের ৩ থেকে ৮ তারিখের মধ্যে এমএসএফ ক্যাথেটার, রিহাইড্রেশান সল্ট এবং ক্ষত নিরাময়ের জন্য ১২ হাজার ৭০০ প্যাকেজ চিকিৎসাসামগ্রীসহ মোট ৫ হাজার লিটার সমমানের ওষুধ এবং স্যালাইন সলিউশন একত্রিত করে পাঠানো হয় সংগঠনটির পক্ষ থেকে। 

কেবল সহায়তা পাঠিয়েই ক্ষান্ত নয় এমএসএফ। সঙ্গে জানিয়েছে, বাংলাদেশের ডায়রিয়া পরিস্থিতির পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং প্রয়োজনে যেকোনো জরুরি অবস্থায় ঘনিষ্ঠভাবে আইসিডিডিআর,বিকে আরও সহায়তা দেবে।

এদিকে আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ঢাকায় ১৭ মার্চ থেকে প্রতিদিন গড়ে ১ হাজারেরও বেশি রোগী পানিবাহিত রোগ ডায়রিয়ার নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ক্রমবর্ধমান এই রোগীর সংখ্যা ঢাকার বিভিন্ন হাসপাতাল ও তার কার্যক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলছে।

সম্প্রতি আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ড. বাহারুল আলমের সঙ্গে এসব অনুদান সামগ্রী নিয়ে দেখা করেন এমএসএফের কামরাঙ্গীরচরের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মাদ আবু তাহের, মেডিকেল টিম লিডার জোবিন জোসেফ, অকুপেশনাল হেলথ অফিসার মাহমুদ ইমরান তালুকদার।  

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট