হোম > সারা দেশ > ঢাকা

ডায়রিয়া মোকাবিলায় আইসিডিডিআরবির পাশে ডক্টরস উইদাউট বর্ডারস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় পানিবাহিত রোগ ডায়রিয়ার তীব্রতা কমাতে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা কার্যক্রম এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়েছে চিকিৎসকদের আন্তর্জাতিক দাতব্য সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস বা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশকে (আইসিডিডিআরবি, বি) ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে সংগঠনটি। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্বাভাবিকের চেয়ে বেশি হারে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এই সহযোগিতা প্রদান করা হয়।  

চলতি মাসের ৩ থেকে ৮ তারিখের মধ্যে এমএসএফ ক্যাথেটার, রিহাইড্রেশান সল্ট এবং ক্ষত নিরাময়ের জন্য ১২ হাজার ৭০০ প্যাকেজ চিকিৎসাসামগ্রীসহ মোট ৫ হাজার লিটার সমমানের ওষুধ এবং স্যালাইন সলিউশন একত্রিত করে পাঠানো হয় সংগঠনটির পক্ষ থেকে। 

কেবল সহায়তা পাঠিয়েই ক্ষান্ত নয় এমএসএফ। সঙ্গে জানিয়েছে, বাংলাদেশের ডায়রিয়া পরিস্থিতির পর্যবেক্ষণ চালিয়ে যাবে এবং প্রয়োজনে যেকোনো জরুরি অবস্থায় ঘনিষ্ঠভাবে আইসিডিডিআর,বিকে আরও সহায়তা দেবে।

এদিকে আইসিডিডিআরবি থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ঢাকায় ১৭ মার্চ থেকে প্রতিদিন গড়ে ১ হাজারেরও বেশি রোগী পানিবাহিত রোগ ডায়রিয়ার নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ক্রমবর্ধমান এই রোগীর সংখ্যা ঢাকার বিভিন্ন হাসপাতাল ও তার কার্যক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলছে।

সম্প্রতি আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ড. বাহারুল আলমের সঙ্গে এসব অনুদান সামগ্রী নিয়ে দেখা করেন এমএসএফের কামরাঙ্গীরচরের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মাদ আবু তাহের, মেডিকেল টিম লিডার জোবিন জোসেফ, অকুপেশনাল হেলথ অফিসার মাহমুদ ইমরান তালুকদার।  

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে