ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের ওপর হামলা করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী রিমান্ডের নির্দেশ দেন। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন ফাতিমা তাসনিম শিখা ও হুশনা আক্তার।
আসামিদের মধ্যে শিখা ছিনিয়ে নেওয়া জঙ্গি আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবের স্ত্রী। আর হুশনা তাঁদের আশ্রয়দাতা।
এর আগে জঙ্গি ছিনতাই পরিকল্পনা ও ছিনতাইয়ের পর তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় সহযোগীরা। ওই দিন রাতে এ ঘটনায় ২০ জনকে জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।