হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে রিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে তাহমিনা আক্তার তানিশা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

তানিশার চাচা মেহেদী হাসান জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বাবুরপাড়া গ্রামে। তানিশার বাবার নাম আবুল কালাম। তারা যাত্রাবাড়ি মৃধাবাড়ি জিয়াস্মরনীতে থাকে। দুই বোনের মধ্যে তানিশা ছিল ছোট। 

মেহেদী হাসান আরও জানান, দুপুরে তানিশাসহ তার দাদি শাহনাজ বেগম, ফুফু কানিজ ফাতেমা, তানিশার বড় বোন তানজুমা মিলে একটি ব্যাটারিচালিত রিকশা যোগে ডেমরা ডগাইরে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। রিকশাটি কোনাপাড়া পৌঁছালে রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তানিশা। এতে তার মাথায় ও হাতে আঘাত লাগে। পরে তানিশাকে ডেমরা ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত তানিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত