হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ীতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিকাণ্ড

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ রোববার সকালে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুমন হালদার (৪৫)। হত্যা মামলার আসামির নাম সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান। 

জানা গেছে, আজ সকালে পাঁচগাঁও গ্রামের আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চবিদ্যালয়ের সামনে আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে পাঁচগাঁও ইউনিয়নবাসী। মানববন্ধন শেষে সুমন হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলনের বাড়ি ও তাঁর ভাই জাহানুর রহমান সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাঁচগাঁও গ্রামসহ আশপাশের গ্রামের প্রায় এক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হালদার, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র বিশ্বাস, নিহতের ছোট ভাই লিমন হালদার, সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, সাবেক ইউপি সদস্য আয়েশা বেগমসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। 

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন শেষে হঠাৎ আসামিদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

৭ জুলাই বেলা ১টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ্ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে সুমন হালদারকে গুলি করেন দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তিন দুষ্কৃতকারীকে ধরে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। ঘটনার পরদিন ৮ জুলাই টঙ্গিবাড়ী থানায় নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে সাতজনকে আসামি করে অভিযোগ দায়ের করলেও হত্যার মূল আসামিসহ পরিকল্পনাকারীরা এখনো পলাতক রয়েছেন।

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ