হোম > সারা দেশ > ঢাকা

ফেরি উদ্ধারের সক্ষমতা নেই হামজা-রুস্তমের, যোগ দিচ্ছে প্রত্যয় ও উদ্দীপন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পাটুরিয়ার ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে কাজ করছে বিআইডব্রিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। ৯টি ট্রাকসহ যে ফেরিটি পদ্মায় ডুবে আছে সেটি উদ্ধারের সক্ষমতা নেই হামজা ও রুস্তমের। 

আজ বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামজা ও রুস্তমের সমন্বয়ে উদ্ধার হয়েছে মাত্র দুটি ট্রাকসহ একটি কভার্ডভ্যান। এখনো নিখোঁজ রয়েছেন ডুবন্ত ফেরির ইঞ্জিন চালক হুমায়ুন কবির। 

জানা গেছে, ডুবন্ত ফেরিটির ওজন ২৫০ মেট্রিক টন। সেখানে ট্রাকসহ পানির ওজন রয়েছে আরও অনেক বেশি। অথচ হামজা ও রুস্তমের নিজের সক্ষমতা রয়েছে মাত্র ৬০ মেট্রিক টন। যে কারণে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও উদ্দীপন নামে পৃথক আরও দুটি উদ্ধারকারী জাহাজ পাটুরিয়া অভিমুখে রওনা দিয়েছে। জাহাজ দুটি পাটুরিয়ায় ঘটনাস্থলে বৃহস্পতিবার রাতের যে কোনো সময় পৌঁছতে পারে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমান ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাক। 

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাক আজকের পত্রিকাকে বলেন, ‘ডুবন্ত রজনীগন্ধা ফেরিটির যে পরিমাণ ওজন তা উদ্ধারে হামজা ও রুস্তমের সক্ষমতা নেই। যে জন্য আরও দুটি জাহাজ উদ্ধারকাজে নিয়ে আসা হচ্ছে।’ 

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ভাসমান কারখানার নির্বাহী প্রকৌশলী মো. রুবেলুজ্জামান বলেন, ২০১৪ সালে তৈরি ডুবন্ত ফেরি রজনীগন্ধাসহ বহরের বেশ কয়েকটি ফেরির ফিটনেস সার্ভে করতে গত এক মাস আগে পাটুরিয়া ভিজিট করে যান ডিজি শিপিং।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের এজিএম (মেরিন) আহম্মদ আলী বলেন, ‘ফেরিটির সব কাগজপত্র হালনাগাদ আছে। চলাচলেও কোনো ত্রুটি ছিলো না। তবে, কি কারণে ফেরিটি ডুবলো তার কোনো সদুত্তর দিতে পারেননি’ 

বৃহস্পতিবার বিকেলে সর্ব শেষ তথ্যানুযায়ী, খোঁজ মেলেনি ডুবন্ত ফেরির ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের। ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দলের সহায়তায় উদ্ধার জাহাজ হামজা ও রুস্তম পণ্যবাহী দুটি ট্রাকসহ একটি কভার্ডভ্যান উদ্ধার করেতে পেরেছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার