হোম > সারা দেশ > ঢাকা

উচ্চ আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিচারকাজ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় আপিল বিভাগে এবং সকাল সাড়ে ১০টায় হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়। 

এদিকে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হওয়ায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উচ্চ আদালতের প্রাঙ্গণ। ভার্চুয়াল আদালত চলাকালে অনেকেই কোর্টে না এসেই তথ্যপ্রযুক্তির সাহায্যে বিচারকাজে অংশ নিতেন। 

দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। 

 ২০২০ সালের মার্চে সরকারঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। সংক্রমণ কমতে থাকলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু করা হয়। পরে হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি ভার্চুয়াল আদালতও চালু থাকে। গত বছরের ১ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ