নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল বুধবার ঢাকার বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামতের জন্য এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে গ্যাস পরিবহন সংস্থা তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার কারণে সব ধরনের গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছে কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঢাকার আশুলিয়া, খেজুরবাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত (১২ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।