হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভোর পৌনে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। সেই সঙ্গে ঘাট এলাকায় আটকা পড়ে কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ‍্যবাহি ট্রাক। ফলে তীব্র শীতে ভোগান্তিতে রয়েছে চালক ও যাত্রীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা। ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় অল্প কিছু যানবাহন অপেক্ষায় রয়েছে। ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে যানবাহনের চাপ নেই খুব বেশি। 

আক্কাস নামে এক যাত্রী বলেন, ‘তিনি জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সকালে রাজবাড়ী থেকে রওনা দিয়েছি। ৮টায় ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ।’ 

আরেক যাত্রী সবুজ মিয়া বলেন, ‘কুয়াশার মধ্যে যেন ফেরি চলাচল স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত। তা না হলে আরেকটি পদ্মা সেতু করে দিক সরকার। ঘাটে এসে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কয়েক দিন আগেও ছয় ঘণ্টা আটকে ছিলাম।’ 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল