হোম > সারা দেশ > গাজীপুর

সাবেক এমপি চয়নকে চাঁদাবাজির ২ মামলায় শাহজাদপুর থানায় হস্তান্তর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর থানা থেকে সাবেক এমপি চয়ন ইসলামকে আজ সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সদস্য সদস্য (এমপি) চয়ন ইসলামকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে।

আজ সোমবার সকালে চয়নকে শ্রীপুর থানা থেকে শাহজাদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতির পদে রয়েছেন। চয়ন ইসলাম (৬৩) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার দিবাগত রাতে চয়ন ইসলামকে উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে জন্য তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হচ্ছে।

জয়নাল আবেদীন মণ্ডল আরও বলেন, দুই মাস ধরে চয়ন ইসলাম এই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাঁর স্ত্রী জোছনা খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া চয়নের সঙ্গে জাহাঙ্গীর আলম নামের এক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ