হোম > সারা দেশ > ঢাকা

শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিকের মধ্যে এক জন মারা গেছেন। তার নাম রবিউল ইসলাম (১৯)। 

আজ রোববার ভোর ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, রবিউলের শরীরের ২৬ শতাংশ দগ্ধ হয়েছিলো। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। আমিরুল ইসলাম (৩৫) নামে একজন ভর্তি আছেন। আর বাকি দুজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন। 

এরআগে গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে শ্যামপুর বাসেদ স্টিল মিলে এই ঘটনা ঘটে। 

এতে দগ্ধ হন শ্রমিক রবিউল ইসলাম (১৯), শাহ আলম (৩৫) ও মাজহারুল ইসলাম (৩৭) ও আমিরুল ইসলাম (৩৫)।

স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে তিনি খবর পান, স্টিল মিলের ভেতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’

রবিউলের বাড়ি বরগুনার সদর উপজেলা পটকাখালি গ্রামে। তার বাবা মো. সিদ্দিক বলেন, ‘ভোরে তিনি দুর্ঘটনার খবর পান। তবে হরতালের কারণে গ্রাম থেকে ছেলের লাশ নিতে আসতে পারেননি। কারখানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন বলা তাকে জানানো হয়েছে।’

এক সপ্তাহ আগেই গ্রাম থেকে ঢাকায় এসে স্টিল মিলটিতে কাজ নিয়েছিলো রবিউল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল