হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ৩০০ ফিট সড়কে আবারও যৌথ অভিযান, ১১৯ গাড়িকে জরিমানা

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফুট সড়কে যৌথ বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনতে বৃহস্পতিবার গভীর রাতে আবার যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকার মামলা করা হয়। এ ছাড়া চারটি গাড়ি জব্দ ও এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

৩০০ ফিট সড়কের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালায়। এতে সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও খিলক্ষেত থানা-পুলিশ অংশ নেয়। এ সময় ঢাকা-রূপগঞ্জ মহাসড়কের উভয় পাশ এবং সড়কের পাশের দুটি শাখা রোডে সেনাবাহিনীর তল্লাশিচৌকি বসানো হয়।

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফুট সড়কে যৌথ বাহিনীর অভিযান। ছবি: সংগৃহীত

উত্তরার হজ ক্যাম্প আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুতগতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং জাল লাইসেন্সের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।’

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, যৌথ অভিযানে মোট ১১৯টি মামলা হয়েছে এবং ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। একজনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-রূপগঞ্জ মহাসড়কের ৩০০ ফিট হিসেবে পরিচিত অংশটির প্রশস্ততা ও মসৃণতার জন্য সেখানে বিশেষ করে তরুণদের মধ্যে পাল্লা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল ও গাড়ি চালানোর প্রবণতা রয়েছে। এ কারণে সেখানে দুর্ঘটনায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। সড়কটির বিভিন্ন অংশে মাদক কারবারিসহ অপরাধীদের তৎপরতাও রয়েছে।

এর আগে গত ১৬ ও ১৭ অক্টোবর রাতে একই সড়কে অভিযান চালানো হয়। ১৭ অক্টোবর রাতে সরকারি কাজে বাধা দেওয়া ও অবৈধ মদ রাখার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেন সেনাসদস্যরা। এ ছাড়া ১৩৬টি গাড়ির বিরুদ্ধে প্রায় আড়াই লাখ টাকার মামলা দেওয়া হয়। আর ১৬ অক্টোবর রাতে ৮১টি গাড়ির বিরুদ্ধে ১ লাখ ৪১ হাজার টাকার মামলা দেওয়া ছাড়াও ৯টি মোটরসাইকেলসহ ৫ জন চালককে আটক করা হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার