রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি কারখানায় বিদ্যুতায়িত হয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সাড়ে ৮টার দিকে মাতুয়াইল মেডিকেল রোড নিমতলী চৌরাস্তায় ইবাদত বাইন্ডিং কারখানায় দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মাতুয়াইল কবরস্থান রোডের বাসিন্দা মৃত জাহিদুল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জাকির হোসেনের ছেলে।
জাহিদকে হাসপাতালে নিয়ে যাওয়া কারখানাটির মালিকের ছেলে খন্দকার ইমন জানান, এক বছর যাবৎ জাহিদ এই বাইন্ডিং কারখানায় কাজ করছে। সকালে একটি মেশিনের কাছে গিয়ে পানি পান করছিল। তখন সেখানেই বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে যায়। পরে অন্য সহকর্মীরা দেখতে পেয়ে খবর দিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।