হোম > সারা দেশ > ঢাকা

দিনাজপুর পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচারপতির বিষয়ে বিরূপ মন্তব্য করে সাজা ভোগ করা দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তাঁর করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আতাবুল্লাহর বেঞ্চ রুলসহ বরখাস্তের আদেশ স্থগিত করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় গত ১২ অক্টোবর জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দেন আপিল বিভাগ। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

গত ১৮ অক্টোবর জাহাঙ্গীর আলম দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়ার পর ৩১ অক্টোবর তাঁকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। সাজা ভোগের পর ১৬ নভেম্বর মুক্তি পান জাহাঙ্গীর আলম।

আবেদনকারীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘জাহাঙ্গীর আলম দণ্ড ভোগ এবং জরিমানা পরিশোধ করেছেন। সাময়িক বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। এখন তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বাধা নেই।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ