হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় এসেছেন ইউএনএইচসিআর প্রধান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি। পাঁচ দিনের সফরে আজ শনিবার তিনি ঢাকা এসেছেন। ঢাকার ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রোহিঙ্গা সহায়তায় আহ্বান জানাতে ফিলিপো গ্রান্ডি বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সফরকালে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা সাড়াদান কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া বাংলাদেশে কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তাকারী প্রধান দাতা ও অংশীদারদের সঙ্গে বৈঠক করে স্থিতিশীল আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরবেন।

এ ছাড়া ফিলিপো গ্রান্ডি রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচরে সফর করবেন। সে সময়ে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করে চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ আশার বিষয়ে আলোচনা করবেন।

ফিলিপো গ্রান্ডির এ সফরে ইউএনএইচসিআর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াতি এবং ইউএনএইচসিআরের হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হার্ভি ডি ভিলিরোচ প্রতিনিধি হিসেবে সঙ্গে থাকবেন।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বাংলাদেশ সফর করেছেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল