হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে ২ বাসের চাপায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম নজরুল ইসলাম (৫০)।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম বলেন, রাতে ওই ব্যক্তি গুলিস্তান পাতাল মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দোয়েল পরিবহন ও স্টাফ কোয়ার্টার বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত নজরুল ইসলামের শ্যালক বলেন, তাঁদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামে। নজরুলের বাবার নাম রুহুল আমিন। বর্তমানে সূত্রাপুর নারিন্দা ধোলাইখাল এলাকায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন এবং আরামবাগে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গুলিস্তান থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারীরা বলেন, ওই ব্যক্তি ২ বাসের মাঝে চাপা পড়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা