হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তানে ২ বাসের চাপায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম নজরুল ইসলাম (৫০)।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী সাব্বির হোসেন ও সাইফুল ইসলাম বলেন, রাতে ওই ব্যক্তি গুলিস্তান পাতাল মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দোয়েল পরিবহন ও স্টাফ কোয়ার্টার বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত নজরুল ইসলামের শ্যালক বলেন, তাঁদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামে। নজরুলের বাবার নাম রুহুল আমিন। বর্তমানে সূত্রাপুর নারিন্দা ধোলাইখাল এলাকায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন এবং আরামবাগে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গুলিস্তান থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারীরা বলেন, ওই ব্যক্তি ২ বাসের মাঝে চাপা পড়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে