হোম > সারা দেশ > ঢাকা

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশালে নিমতলী এলাকার একটি বাসায় ওয়াসিম রানা (২৯) নামে এক ছাত্রলীগ নেতার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। রানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর বন্ধু ও সহপাঠীরা জানিয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বংশাল নিমতলী এলাকার বাসা থেকে ওয়াসিম রানাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রানার বন্ধু ইমরান হোসেন বাবু জানান, রানা সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি। ওই কলেজে ইসলামিক স্টাডিজে মাস্টার্সের ছাত্র ছিলেন। বংশালের নিমতলীর ছাতা মসজিদ এলাকায় শেখ বোরহান উদ্দিন কলেজের পেছনের একটি বাসায় তাঁর এক ভাগনেকে নিয়ে থাকতেন।

ইমরান আরও জানান, ‘রাতে তাঁর ভাগনে বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমাদের খবর দেয়। বাসায় গিয়ে দরজা ভেঙে দেখা যায় রানা ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। দ্রুত তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।’

ইমরান জানান, রানার বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার হিজলা গ্রামে। বাবা মৃত এনায়েত হোসেন মোল্লা। তাঁর এক ভাই কিছুদিন আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে রানা বিষণ্নতায় ভুগছিলেন। প্রায়ই চুপচাপ থাকতেন। 

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, বংশালের নিমতলীর বাসা থেকে ওই ছাত্রলীগ নেতাকে তাঁর বন্ধু ও সহপাঠীরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ‘সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর আমরা পেয়েছি। বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট