হোম > সারা দেশ > ঢাকা

স্পা সেন্টারে অভিযান, ভবন থেকে লাফিয়ে প্রাণ গেল তরুণীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান-২ এলাকার একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ভবন থেকে পড়ে দুই তরুণী আহত হয়। পরে পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে ফারজানা আক্তার (১৯) নামের এক তরুণী মারা যায়। এই ঘটনায় ২২ বছরের এক তরুণী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে।

আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এদের মধ্যে ফারজানাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। 

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি ভ্রাম্যমাণ আদালত আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের অংশ হিসেবে এই অভিযান চালিয়েছে। উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানের বিষয়ে জানতে ডিএনসিসির মিডিয়া কর্মকর্তা মকবুল হোসেন ও অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বারবার তাদের মোবাইলে কল করা হলেও তারা সারা দেননি। 

নিহত তরুণীসহ আহতদের উদ্ধার করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি জানান, যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। খবর পেয়ে গুলশান ২ নম্বরের ৪৭ নম্বর রোড থেকে আহত অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এদের মধ্যে ফারজানা মারা যায়। অপর তরুণী মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে। তার নাম ঠিকানা বিস্তারিত কিছুই জানাতে পারেনি।

নিহত ফারজানার স্বামী জাহিদ হাসান জানান, খিলক্ষেতে তাঁর মুদি দোকান রয়েছে। তাঁর স্ত্রী ও স্ত্রীর বড় বোন আফসানা দুজনেই গুলশান এলাকায় একটি পারলারে চাকরি করে বলে আমি জানতাম। সকালে তারা খিলক্ষেত বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজকে কি হয়েছে কিছুই জানি না। তবে এই ঘটনায় তাঁর স্ত্রীর বড় বোন পুলিশ হেফাজতে আছে বলে আমি জানতে পেরেছি। শুনেছি গুলশান ৪৭ নম্বর রোড এলাকায় একটি অভিযান সময় তারা ভবন থেকে লাফিয়ে পড়ে। 

জাহিদ হাসান আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। বর্তমানে খিলক্ষেত বটতলা এলাকায় থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জানা গেছে গুলশান এলাকায় একটি ভবন থেকে দুই তরুণী লাফিয়ে পড়ার ঘটনা ঘটে। এদের মধ্যে একজন মারা গেছে আর একজন চিকিৎসাধীন আছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট