হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে করোনার ঝুঁকি নিয়ে মানবসেবায় কাজ করছেন তরুণেরা  

প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর) 

মাদারীপুরের রাজৈরে করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় এগিয়ে চলেছেন এক দল তরুণ। টেকেরহাট ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে মুমূর্ষু রোগীদের বাঁচাতে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটে যান তাঁরা। দেশে বিদ্যমান ভয়াবহ কোভিড-১৯ পরিস্থিতির মাঝেও থেমে নেই তাঁদের এ মহতী কার্যক্রম। তাঁদের এই মানবিক কাজের ফলে বেঁচে যাচ্ছে অনেক প্রাণ।

জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টেকেরহাট ব্লাড ডোনার ক্লাব। এটি ২০১৯ সালে মাত্র কয়েকজন সদস্য নিয়ে টেকেরহাট বন্দরকে কেন্দ্র করে স্থাপিত হয়। পরে তাদের কাজে উৎসাহিত হয়ে সদস্যসংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এই সংগঠনের সঙ্গে কয়েক শতাধিক সদস্য রয়েছেন। তাঁরা দিনরাত যেকোনো সময় রোগীদের রক্তের প্রয়োজনে এগিয়ে আসছেন।

ইতিমধ্যে সংগঠনটির মাধ্যমে প্রায় শতাধিক রোগীকে রক্তদান করা হয়েছে। এ সংগঠনটি মাদারীপুর জেলার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এ ছাড়া সারা দেশে মানবতার ডাকে সাড়া দেওয়ার লক্ষ্যে আশপাশের জেলাগুলোয় কার্যক্রম শুরু করেছে। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা সাপ্তাহিক, মাসিক ও বিশেষ আলোচনা সভার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সংগঠনটির আহ্বায়ক পদে আছেন বাহালুল আলম। এ ছাড়া সিনিয়র স্বেচ্ছাসেবী মো. রবিউল ইসলাম, মো. আল আমিন শেখ, আশিকুর ইসলাম তুষার, ইমামুল ইসলাম, মো. আমানুল্লাহ ফকির প্রমুখ।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ