সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় অভিযান চালিয়ে মো. জাতির হোসেন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব–১১। এ সময় প্রায় সাড়ে তিন হাজার লিটার চোরাই ডিজেলসহ একটি মিনি কাভার্ডভ্যান এবং একটি পিকআপ জব্দ করা হয়। আজ সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ও সকাল সাড়ে ৫টায় ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১১ এর দুটি অভিযানকারী দল। এ সময় ৩ হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেল, একটি মিনি কাভার্ডভ্যান ও একটি ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে এর আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ রেখে অজ্ঞাত একজন পালিয়ে যান বলে জানান র্যাব।
এদিকে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।