হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে সাড়ে তিন হাজার লিটার ডিজেলসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় অভিযান চালিয়ে মো. জাতির হোসেন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১১। এ সময় প্রায় সাড়ে তিন হাজার লিটার চোরাই ডিজেলসহ একটি মিনি কাভার্ডভ্যান এবং একটি পিকআপ জব্দ করা হয়। আজ সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ও সকাল সাড়ে ৫টায় ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এর দুটি অভিযানকারী দল। এ সময় ৩ হাজার ৩৬০ লিটার চোরাই ডিজেল, একটি মিনি কাভার্ডভ্যান ও একটি ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ রেখে অজ্ঞাত একজন পালিয়ে যান বলে জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ওই ডিপো থেকে প্রতিদিন শত শত তেলের লরি তেলভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। এ সময় কিছু অসাধু ড্রাইভার ও হেলপার লরি থেকে তেল চুরি করে নাম মাত্র মূল্যে চোরাই সিন্ডিকেটের কাছে তেল বিক্রি করে।

এদিকে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে