হোম > সারা দেশ > ঢাকা

আমি ধর্ষণের শিকার, বিচার চাই: হাইকোর্টের এজলাসে ঢুকে কিশোরীর আরজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, আমি বিচার চাই।’ এটা জাতীয় প্রেসক্লাব বা এমন কোনো স্থানে করা মানববন্ধন কর্মসূচির কোনো ব্যানার নয়, না কোনো সংবাদ সম্মেলনে দেওয়া ভুক্তভোগীর বক্তব্য। আজ বুধবার সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদ্দীনের বেঞ্চে উপস্থিত হয়ে এ আরজি জানায় নীলফামারী থেকে আসা এক কিশোরী।

প্রতিদিনের মতো বুধবার সকালেও আদালতের কার্যক্রম শুরু হয়। কিন্তু এজলাস কক্ষ বেশিক্ষণ আর প্রতিদিনের মতো থাকল না। আদালতের কার্যক্রম শুরুর কিছুক্ষণের মধ্যেই এক কিশোরী হঠাৎ করে সরাসরি এজলাসের ডায়াসের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে সে নিজের আরজি জানায় এই বলে, ‘আমরা গরিব মানুষ। টাকা পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, আমি বিচার চাই।’

কিশোরীর কথা শুনে আদালত জানতে চান, ‘কী হয়েছে? আপনি কে?’ তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে দেখিয়ে আদালত বলেন, ‘আপনার সঙ্গে উনি কে?’ 

ওই কিশোরী তখন নিজের নাম বলে আদালতকে বলে, তার বয়স ১৫ বছর। সঙ্গে তার মা। এক বিজিবি সদস্য তাকে ধর্ষণ করেছে। কিন্তু নীলফামারীর আদালত তাকে খালাস দিয়েছেন। তাই এই আদালতের কাছে সে বিচার চায়। 

কিশোরীর বক্তব্য শুনে মামলার কোনো কাগজ আছে কি-না, তা জানতে চান আদালত। কিশোরী জানায়, ‘কাগজ আছে।’ 

পরে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন?’ 

তখন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বদরুন নাহার উঠে দাঁড়ান। তাঁকে ওই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং জরুরি ভিত্তিতে দেখতে বলেন আদালত।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট