হোম > সারা দেশ > ঢাকা

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৭ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ সাত দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। 

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। 

আলোচনা সভায় ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইউনূস মোল্লা বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্য থাকা যাবে না। বর্তমানে শিক্ষকদের মর্যাদা নেই বললেই চলে। শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে। শিক্ষার মান উন্নয়ন করতে হবে। সে জন্য আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে।’ 

তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষার মান তলানিতে নিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় প্রচুর দুর্নীতি করেছে। পেটোয়া বাহিনী দিয়ে শিক্ষকদের ওপর নির্যাতন করেছে। শিক্ষকদের চাকরিচ্যুত করেছে। 

এ সময় তিনি শিক্ষা ক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তী সরকারের কাছে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি জানান। এ ছাড়াও তিনি সরকারি শিক্ষকদের সম বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান; শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ; ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে শিক্ষকদের মর্যাদা নির্ধারণ; চাকরির মেয়াদ ৬৫ বছরে উন্নীতকরণ; কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা বোর্ড পুনঃগঠন এবং শিক্ষা খাতে বাজেটের ২০% বরাদ্দের দাবি জানান। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. আহমেদ জামাল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মুহম্মদ সিদ্দিকুর রহমান খান, অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক মহাসচিব নজরুল ইসলাম, শিক্ষক নেত্রী অধ্যক্ষ নূর আফরোজ জ্যোতি প্রমুখ।

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু