মাত্র আধা ঘণ্টার মধ্যে ঢাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২ ডিসেম্বর) রাত ১০টা ৪৮ মিনিটে সায়েদাবাদে একটি বাসে, রাত ১১টা ৯ মিনিটে গাবতলীর বাস টার্মিনালে একটি বাসে এবং রাত ১১টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনের সড়কের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সায়েদাবাদে একটি মিনিবাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন চালক ও হেল্পার। আগারগাঁওয়ে ভূঁইয়া পরিবহন ও গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লাইন বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।