হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক ও সারা দেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসসহ ১১ দফা দাবিতে সাইকেল র‍্যালি করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৪টায় রামপুরা ব্রিজ থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সাইকেল র‍্যালি করেছেন তারা। শিক্ষার্থীরা জানান, রামপুরায় বাস চাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় ও গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ি চাপায় নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে এ সাইকেল র‍্যালি করেছেন তারা। 

আন্দোলনের অন্যতম সংগঠক সোহাগী সামিয়া জানান, গত দুই দিন বৃষ্টির কারণে পূর্বঘোষিত কর্মসূচি পালন করা যায়নি। আজ থেকে আবারও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ‘পূর্বের কর্মসূচি অনুযায়ী আজ আমরা বাইসাইকেল চালিয়ে দাবি আদায়ের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছি।’ 

রামপুরা ব্রিজ থেকে শিক্ষার্থীরা সাইকেল নিয়ে রাস্তায় র‍্যালি শুরু করে। এ সময় তারা নিরাপদ সড়ক, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে সোহাগী বলেন, ‘সামনে কর্মসূচির মাধ্যমে অভিভাবক, শিক্ষক ও পরিবহন শ্রমিকদেরও যুক্ত করার চেষ্টা করা হবে।’ 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব