হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক ও সারা দেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসসহ ১১ দফা দাবিতে সাইকেল র‍্যালি করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৪টায় রামপুরা ব্রিজ থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সাইকেল র‍্যালি করেছেন তারা। শিক্ষার্থীরা জানান, রামপুরায় বাস চাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় ও গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ি চাপায় নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে এ সাইকেল র‍্যালি করেছেন তারা। 

আন্দোলনের অন্যতম সংগঠক সোহাগী সামিয়া জানান, গত দুই দিন বৃষ্টির কারণে পূর্বঘোষিত কর্মসূচি পালন করা যায়নি। আজ থেকে আবারও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ‘পূর্বের কর্মসূচি অনুযায়ী আজ আমরা বাইসাইকেল চালিয়ে দাবি আদায়ের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছি।’ 

রামপুরা ব্রিজ থেকে শিক্ষার্থীরা সাইকেল নিয়ে রাস্তায় র‍্যালি শুরু করে। এ সময় তারা নিরাপদ সড়ক, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে সোহাগী বলেন, ‘সামনে কর্মসূচির মাধ্যমে অভিভাবক, শিক্ষক ও পরিবহন শ্রমিকদেরও যুক্ত করার চেষ্টা করা হবে।’ 

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে