হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক ও সারা দেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসসহ ১১ দফা দাবিতে সাইকেল র‍্যালি করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৪টায় রামপুরা ব্রিজ থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সাইকেল র‍্যালি করেছেন তারা। শিক্ষার্থীরা জানান, রামপুরায় বাস চাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় ও গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ি চাপায় নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে এ সাইকেল র‍্যালি করেছেন তারা। 

আন্দোলনের অন্যতম সংগঠক সোহাগী সামিয়া জানান, গত দুই দিন বৃষ্টির কারণে পূর্বঘোষিত কর্মসূচি পালন করা যায়নি। আজ থেকে আবারও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ‘পূর্বের কর্মসূচি অনুযায়ী আজ আমরা বাইসাইকেল চালিয়ে দাবি আদায়ের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছি।’ 

রামপুরা ব্রিজ থেকে শিক্ষার্থীরা সাইকেল নিয়ে রাস্তায় র‍্যালি শুরু করে। এ সময় তারা নিরাপদ সড়ক, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে সোহাগী বলেন, ‘সামনে কর্মসূচির মাধ্যমে অভিভাবক, শিক্ষক ও পরিবহন শ্রমিকদেরও যুক্ত করার চেষ্টা করা হবে।’ 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার