হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়ক ও সারা দেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসসহ ১১ দফা দাবিতে সাইকেল র‍্যালি করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল ৪টায় রামপুরা ব্রিজ থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সাইকেল র‍্যালি করেছেন তারা। শিক্ষার্থীরা জানান, রামপুরায় বাস চাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয় ও গুলিস্তানে সিটি করপোরেশনের গাড়ি চাপায় নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে এ সাইকেল র‍্যালি করেছেন তারা। 

আন্দোলনের অন্যতম সংগঠক সোহাগী সামিয়া জানান, গত দুই দিন বৃষ্টির কারণে পূর্বঘোষিত কর্মসূচি পালন করা যায়নি। আজ থেকে আবারও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, ‘পূর্বের কর্মসূচি অনুযায়ী আজ আমরা বাইসাইকেল চালিয়ে দাবি আদায়ের জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছি।’ 

রামপুরা ব্রিজ থেকে শিক্ষার্থীরা সাইকেল নিয়ে রাস্তায় র‍্যালি শুরু করে। এ সময় তারা নিরাপদ সড়ক, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে সোহাগী বলেন, ‘সামনে কর্মসূচির মাধ্যমে অভিভাবক, শিক্ষক ও পরিবহন শ্রমিকদেরও যুক্ত করার চেষ্টা করা হবে।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট