গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বাসন থানা–পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দক্ষিণ হ্নীলা এলাকার পূর্ব রঙ্গীখালি গ্রামের কবির আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৯)। অপরজন গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকার পূর্বপাড়া গাজীপুর শিকদার মার্কেট এলাকার মৃত বাশারের ছেলে মা. হৃদয় (২২)।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।