হোম > সারা দেশ > ঢাকা

দ্রুত রায় কার্যকর চায় আবরারের পরিবার 

জবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে আবরারের পরিবার।

রায়ের বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, `আমরা আপাতত সন্তুষ্ট, তবে মহামান্য সুপ্রিম কোর্ট যদি এ রায় বহাল রাখেন এবং কার্যকর হয়, সেদিন আমরা পরিপূর্ণ সন্তুষ্ট হব। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, সে জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সে আশা রাখছি। আমি মনে করি, এই রায় সারা দেশে দৃষ্টান্ত হিসেবে থাকবে।' 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, প্রতিনিয়ত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলে এমন নির্যাতন চলে। আবরার হত্যা মামলার এই রায় তাদের জন্য একটি ম্যাসেজ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক দলগুলো যে নির্যাতন চালায়, তাদের জন্যও এটি সতর্কবার্তা। 

মোশারফ হোসেন বলেন, `এই রায়ে আমরা সন্তুষ্ট। আমি অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ছাত্রলীগ করলে বঙ্গবন্ধুর আদর্শের হতে হবে।'

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মেদ বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। এই মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল, তাদের এ মামলায় আনা হয়নি। অনেক সাক্ষীর বক্তব্য সেভাবে শোনা হয়নি। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার