হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসি শিশুদের জানাবে, ‘মশার কামড় ক্ষতিকর’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশক নিয়ে শিশুদের মাঝে সচেতনতা বাড়াতে বই প্রকাশ করেছে। বইয়ের নাম ‘মশার কামড় ক্ষতিকর’। আজ সোমবার দুপুরে গুলশান-২ নগর ভবনে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 

বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা রয়েছে, ডিএনসিসি বইটি মা-বাবা এবং শিক্ষকদের উদ্দেশে প্রকাশ করেছে। যাতে তাঁরা বাচ্চাদের সঙ্গে কথা বলার ছলে, মশার কামড়ে কীভাবে মানুষ অসুস্থ হতে পারে তা তুলে ধরেন। এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি ভাইরাস ছড়াতে পারে। 

বইয়ে ছবির মাধ্যমে মশক নিয়ে বিভিন্ন সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়েছে। বইয়ের শেষ পাতায় কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ফুলহাতা জামা, ফুলপ্যান্ট পরবে। মশা যাতে ঘরের বাইরে থাকে—এ জন্য ঘরের দরজা-জানালা বন্ধ রাখবে। নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও গ্যারেজ বন্ধ রাখবে। সপ্তাহের ছুটির দিনে নিয়ম করে ঘরের আঙিনা পরিষ্কার রাখবে ও জমা পানি ফেলে দেবে। 

এ ছাড়া বইয়ের মধ্যে সচেতনতামূলক স্লোগান লেখা রয়েছে। স্লোগানের মধ্যে রয়েছে, ‘তিন দিনে এক দিন জমা পানি ফেলে দিন’, ১০টাই ১০ মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার ইত্যাদি। 

মশা নিয়ে প্রকাশিত বই সম্পর্কে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ছোটমণিদের জানাতে চাই যে মশার কামড় ক্ষতিকর। তাদের জানাতে পারলে আমরা মশার কামড় থেকে রক্ষা পেতে পারব। মশার বিরুদ্ধে আমরা আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই। শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে অনেকাংশেই আমরা মশাবাহিত রোগ রুখতে পারব। শিশুরা মশার প্রজননস্থল, ক্ষতিকর দিক সম্পর্কে জানলে পরিবারে এর প্রভাব পড়বে।’

ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ প্রাথমিক সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মশা বিষয়ক এক লাখ সচেতনতামূলক বই বিতরণ করবে। বইটি যুক্তরাষ্ট্রের মিয়ামি ডেড কাউন্টিতে শিশুদের মাঝে বিলি করা একটি বইয়ের বঙ্গানুবাদ।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট