হোম > সারা দেশ > ঢাকা

২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আজকের পত্রিকাকে বলেন, ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (মেট্রোর ওপরে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইন) ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। বিকেল ৬টা ৫৫ মিনিটে ত্রুটি সারিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়।’

এদিকে হঠাৎ করে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রেন বন্ধ হওয়ায় অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে বাসে করে যাতায়াত করছেন। এ সময় অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারিকুল ইসলাম নামের এক মেট্রোর যাত্রী লিখেছেন, ‘কারওয়ান বাজার স্টেশনে ৪৫ মিনিট আটকে আছি। হঠাৎ মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। জানি না কখন ছাড়বে। কখন চালু হবে সেটা কেউ বলতে পারে না। গরমে ভেতরে দাঁড়িয়ে অপেক্ষা করা বেশ কঠিন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে