হোম > সারা দেশ > ঢাকা

২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আজকের পত্রিকাকে বলেন, ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (মেট্রোর ওপরে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইন) ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। বিকেল ৬টা ৫৫ মিনিটে ত্রুটি সারিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়।’

এদিকে হঠাৎ করে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রেন বন্ধ হওয়ায় অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে বাসে করে যাতায়াত করছেন। এ সময় অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারিকুল ইসলাম নামের এক মেট্রোর যাত্রী লিখেছেন, ‘কারওয়ান বাজার স্টেশনে ৪৫ মিনিট আটকে আছি। হঠাৎ মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। জানি না কখন ছাড়বে। কখন চালু হবে সেটা কেউ বলতে পারে না। গরমে ভেতরে দাঁড়িয়ে অপেক্ষা করা বেশ কঠিন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯