হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে ভ্যান চালকের রহস্যজনক মৃত্যু 

মধুপুর প্রতিনিধি

মধুপুরে চাঁন মিয়া নামের এক ভ্যান চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওই ভ্যান চালকের মরদেহ উপজেলার কুড়ালিয়ার কামারচালা খালের ব্রিজে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত চাঁন মিয়া কামারচালা গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন মিয়া প্রায় ৬ / ৭ বছর আগে পলাইআটা গ্রামের ওহাদ আলীর নিকট থেকে ১শ পাঁচ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ওহাদ আলীর ছেলে হেলাল উদ্দিন মেম্বারের সঙ্গে ওই জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বুধবার ভোরে মলকা খালের উপর ধলপুর পলাইআটা সংযোগ সেতুতে চাঁন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাতে ভ্যান চালক চাঁন মিয়া ও তাঁর স্ত্রী ফাতেমা অভিযোগ করে বলেন, ৮ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন ক্রয়কৃত জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। হেলাল মেম্বার তাঁর বাবার কাছ থেকে জায়গাটি লিখে নিয়েছেন বলে দাবি করে জমি ছাড়ার হুমকিও দিয়েছেন তাদের।

তিনি আরও জানানা, আমি ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তাঁর গলায় বেড়ার কাজে ব্যবহৃত জাল প্যাঁচানো আর পা দুটো গামছা দিয়ে বাঁধা ছিল। আত্মহত্যা করে থাকলে পা বাঁধা থাকার কথা নয়। ব্রিজের উপরে তাঁর ভ্যানটিও রাখা ছিল।

এ দিকে ৮ নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ ষড়যন্ত্র বলে অভিহিত করেন। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, রাতের আঁধারে কখন কি ভাবে এমন ঘটনা ঘটেছে তা তদন্তে বেড়িয়ে আসবে। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। 

রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০