হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। 

আজ বুধবার সাভার থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আব্দুল্লাহিল কাফি। 

তিনি জানান, পারুল বেগম নামে এক নারী তার প্রথম পক্ষের ছেলে ইমামুলকে (৮) নিয়ে কয়েক বছর আগে মুসলিম পাটোয়ারী নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তারা সাভার পৌর এলাকার ইমানদিপুরে বসবাস করে আসছিলেন। গত সোমবার শিশু ইমামুল নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন সাভার থানায় নিখোঁজ ডায়েরি করেন পারুল বেগম। 

এর পরপরই ইমামুলকে খোঁজার কথা বলে মুসলিম পাটোয়ারী বাসা থেকে বের হয়ে যান। পরে অজ্ঞাতনামা এক ব্যক্তি পারুল বেগমের মোবাইল ফোনে কল করে ইমামুল তাঁর হেফাজতে রয়েছে বলে জানান। তাঁকে ফেরত দেওয়ার শর্তে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন ওই ব্যক্তি। এর কয়েক ঘণ্টা পর মুসলিম পাটোয়ারীও অপহরণকারীদের কবলে রয়েছেন বলে তার স্ত্রীকে মোবাইল ফোনে অবহিত করেন। 

বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে অভিযানে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে মোশারফ হোসেন (৫২) নামে এক সহযোগীসহ মুসলিম পাটোয়ারীকে (৩৮) আটক করে পুলিশ। পরে মুসলিম পাটোয়ারীর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর নিজ বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার পাটারি বাড়ি এলাকা থেকে ইমামুলকে উদ্ধার করা হয়। 
 
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘ছেলে অপহরণের ঘটনায় পারুল বেগম থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুসলিম পাটোয়ারী ও মোশারফকে আজ বুধবার ঢাকার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে