বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) গতকাল শনিবার বিকেলে এক ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে অতর্কিতে হামলা চালান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে এফডিসি কর্তৃপক্ষ।
জানা গেছে, এই ঘটনায় এফডিসির প্রশাসনিক ভবনের ২৪টি থাই গ্লাস ভাঙচুর করেন ওই ব্যক্তি। এক মাদক সেবনকারী এই হামলা চালাতে পারে বলে মনে করছে এফডিসি কর্তৃপক্ষ।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ‘একজন লোক রামদা হাতে নিয়ে এফডিসিতে ঢুকে হামলা চালিয়েছে। তাকে দেখে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। আমরা থানায় জানিয়েছি। লোকটি থানা হেফাজতে আছে। আগামীকাল (আজ রোববার) সকালে হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হবে।’
এটা কোনো ষড়যন্ত্র কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তিনি একা ছিলেন। সুতরাং কিছুই বলা যাচ্ছে না। তবে এর অবশ্যই শাস্তি হবে।