হোম > সারা দেশ > ঢাকা

নর্থ সাউথের নিখোঁজ শিক্ষার্থী যশোরে উদ্ধার, কথা বলছেন ইশারায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা থেকে নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তাওসিফ জাওয়াদ আহমেদকে (২৫) ১০ দিন পর যশোর থেকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি কোনো কথা বলতে পারছেন না। ইশারায় দুয়েকটি কথা বলছেন। তাঁর সঙ্গে কী ঘটেছিল, কিছুই বলতে পারছেন না তিনি। 

১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর রামপুরায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গিয়ে আর বাসায় ফেরেননি তিনি। এই ঘটনায় হাতিরঝিল থানায় তাওসিফের বড় বোন তানজিনা আহমেদ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানা-পুলিশের পাশাপাশি র‍্যাব, ডিবি, পিবিআই তদন্ত শুরু করে।

আজ শনিবার সন্ধ্যায় তাওসিফের বাবাকে যশোর জেলা পিবিআই থেকে ফোন করে জানায়, তাওসিফকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। কথা বলতে পারছে না। 

নিখোঁজ তাওসিফের বাবা আলতাফ উদ্দিন আহমেদ বলেন, ‘যশোর থেকে পিবিআই সদস্যরা ভিডিও পাঠিয়েছে। আমি নিশ্চিত হয়েছি, আমার ছেলে। তবে সে কথা বলতে পারছে না। ইশারায় কথা বলছে। তাকে অনেক মারধর করা হয়েছে। আমরা এখন যশোরের হাসপাতালে আছি।’ 

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে অজ্ঞাত এক তরুণকে পড়ে থাকতে দেখে ট্রাফিক পুলিশ। এরপর তাঁকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই। তাঁর চিকিৎসা নিশ্চিত করি। পরবর্তীকালে তিনি তাঁর নাম তাওসির বলে জানান। 

‘এরপর তিনি একটি মোবাইল নম্বর দেন, সেই নম্বরে আমরা যোগাযোগ করে নিশ্চিত হই, ঢাকা থেকে নিখোঁজ সেই তাওসিফ এই তরুণ। তাঁর পরিবার এখন যশোরে রয়েছে। তবে তিনি কথা বলতে পারছেন না। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মারধর করা হয়েছে। তাঁর শরীর দুর্বল। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তাওসিফ তাঁর পরিবারের সঙ্গে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের ৮১/১ নম্বর বাসায় থাকতেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বসুন্ধরা থেকে ২০২০ সালে পড়াশোনা শেষ করেন। চলতি মাসের ৩ তারিখে শিক্ষা প্রযুক্তিবিষয়ক ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘শিখো’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। 

বাসা থেকে প্রতিদিন নিজের মোটরসাইকেলে বনানী অফিসে যাওয়া-আসা করতেন। ১২ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে অফিস শেষে রামপুরার বাসায় ফেরেন তাওসিফ। বাইক রেখে টাকা তোলার উদ্দেশ্যে বাসার কাছাকাছি সিটি ব্যাংকের বুথে যান। এরপর ১০টা থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পায় পরিবার।

আলতাফ উদ্দিন আরও বলেন, ‘ঘটনার পর আমরা ওই বুথের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। কর্মকর্তা যাচাই-বাছাই করে দেখেছেন, তাওসিফ বুথ থেকে টাকা উত্তোলন করেছেন।’

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন