হোম > সারা দেশ > শরীয়তপুর

পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া দুই আসামি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আদালতে হাজিরা শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় পুলিশকে ধাক্কা মেরে মাদক মামলার দুই আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রোববার (১৫ জুন) বেলা ১টার দিকে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই আসামি হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন উকিল উদ্দিন মুন্সীকান্দি গ্রামের হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই উপজেলার পৈলান মোল্লাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, কিছুদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ।

আজ রোববার তাঁদের আদালতে হাজির করা হয়।

হাজিরা শেষে আদালত থেকে তাঁদের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ দৌড়ে পালিয়ে যান।

পরে অভিযান চালিয়ে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীকালে সুরুজ মাদবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ আসামি সুরুজ মাদবর ও দুলাল শেখ দৌড়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে হ্যান্ডকাপসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক