হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ২ শিশুর মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় এ পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। 

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকাসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নারায়ণগঞ্জের কাশিপুর এলাকার ফারুকের মেয়ে ফাইজা (৬) এবং টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা এলাকার নজরুল ব্যাপারীর মেয়ে শিফা (১৫)। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাসাইলচর থেকে হাসাইল বাজারের দিকে যাচ্ছিল ট্রলারটি। এ সময় মাওয়াগামী একটি বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে যায়। এতে ডুবে যায় ট্রলারটি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে গিয়ে কিছু যাত্রীকে উদ্ধার করলেও নিখোঁজ হন বেশ কয়েকজন। পরে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস।

টঙ্গিবাড়ী থানার ওসি রাজীব খান বলেন, বাল্কহেডটি জব্দ করা হয়েছে। তবে এর সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়েছেন। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসেন বলেন, এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধারে কাজ করছেন।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ