রংপুরের পীরগঞ্জে শরিফুল ইসলাম (২১) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি আলিফকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার বিকেলে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ফরিদ উদ্দিন বলেন, গতকাল রোববার রাতে র্যাব ১০ একটি দল রাজধানীর মিরপুর শপিং সেন্টার কমপ্লেক্স এলাকা থেকে আলিফ (১৯) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি ওই হত্যাকাণ্ডের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বলে জানান।
গত ২২ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার স্লুইসগেট এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ তুলে শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।