হোম > সারা দেশ > ঢাকা

৯৫ শতাংশ ক্রেতা কৃষকের বাজার চান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও কৃষকের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি বিক্রির জন্য পরীক্ষামূলকভাবে চালু করা কৃষকের বাজার ৯৫ শতাংশ ক্রেতা চালু রাখতে চান বলে একটি জরিপে উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে ‘নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে এলাকাভিত্তিক কৃষকের বাজার’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জরিপের এ তথ্য জানানো হয়।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট পরিচালক নাইমা আক্তার জরিপের তথ্য উপস্থাপন করে আরও জানান, জরিপে অংশ নেওয়া ৮১ দশমিক ২৫ শতাংশ অংশগ্রহণকারী এই কৃষকের বাজারে যাতে সবজি ছাড়াও সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করা হয় সে ব্যাপারে মত দিয়েছেন। আর ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ শুক্রবার ছাড়াও আরও একাধিক দিনে বাজার চালুর ব্যাপারে মত দিয়েছেন।

নাইমা আক্তার আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬টি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬টি, নারায়ণগঞ্জে ২টি, গাজীপুরে ২টি বাজার পরিচালিত হচ্ছে। একটি বাজারে ১০ জন করে কৃষক বসতে পারেন। তাদের উৎপাদিত সবজি নিরাপদ কিনা তা নিশ্চিত করেন কৃষি অধিদপ্তরের গবেষক ও কর্মকর্তারা। গত বছরের আগস্টে এই বাজার শুরু হয়। প্রত্যেক ওয়ার্ডে কমিশনার ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ ১৭ থেকে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি এই বাজারগুলো পরিচালনা করেন। প্রতি মাসে তারা বৈঠকে মিলিত হন। বাজারে কোনো সমস্যা হলে তারা এর সমাধান ও তদারকি করেন। কৃষক আসলেই নিরাপদ সবজি উৎপাদন করছে কিনা তা সরাসরি মাঠে গিয়েও ক্রেতারা পর্যবেক্ষণ করতে পারেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি দল বিরুলিয়াতে গিয়ে এসব বিষয় সরাসরি পর্যবেক্ষণও করেছেন। বাজারটি কোথায় বসবে তা স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই ঠিক করা হয়। ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের মতামতের একটি ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে এ বাজার বসানো হয়েছে।

এই বাজারের মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষার পাশাপাশি কৃষকেরা সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারেন বলেও জানান তিনি।

সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান বলেন, কৃষক একটি ফুলকপি পাইকারি রেটে যেখানে ৮ টাকায় বিক্রি করেছেন সেখানে কৃষকের বাজারে একটি ফুলকপি ২৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি করতে পারছেন। ফলে মধ্যস্বত্বভোগী না থাকায় কৃষক পুরো লাভ পাচ্ছেন। এই প্রজেক্টে প্রথম দিকে কৃষকদের যাতায়াত খরচ আমরা শতভাগ বহন করি। পরে ৭৫ দশমিক ৫০ ভাগ বহন করি। এরপর কৃষক একপর্যায়ে গিয়ে পুরোটাই বহন করেন। ১৩ মাস পরিচালনার পর জুন মাসে আমাদের এই প্রজেক্ট শেষ হয়ে যাবে। তখন কীভাবে চলমান রাখা কিছুটা চ্যালেঞ্জের।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হচ্ছে। এ ছাড়া গবেষণা প্রতিষ্ঠান ওয়াগেনিংগেন ও নরওয়ে এই প্রকল্পে সহায়তা করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, সাংবাদিক রফিকুল ইসলাম সবুজসহ অন্যরা।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ