হোম > সারা দেশ > ঢাকা

একদিনের ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের তাসলিমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একদিনের জন্য বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরী ‘তাসলিমা’। বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিশেষ ক্যাম্পেইন “গার্লস টেকওভার” ইভেন্টের অংশ হিসেবে মঙ্গলবার (১০ অক্টোবর) তাসলিমা এই দায়িত্ব পালন করে। 

বুধবার (১১ অক্টোবর) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

তাসলিমা বলে, ‘সমাজে নিজেদের একটি দৃঢ় অবস্থানে নিয়ে যেতে এই সুযোগটি আমার কমিউনিটির মেয়েদের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখান থেকে তারা অনুপ্রাণিত হবে। এই অভিজ্ঞতাটি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’ 

তাসলিমা ভবিষ্যতে তার কমিউনিটির মেয়েদের জন্য একটি টেকসই অবস্থান তৈরির লক্ষ্যে জেন্ডার সমতা এবং নারী অধিকারের পক্ষে কাজ করতে চায়। সে কিশোরী যুব নারী ক্লাবের সদস্য। বয়ঃসন্ধিকালীন মেয়েদের জীবন দক্ষতা বৃদ্ধির শিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নেতৃত্বের বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে। 

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনার যদি স্বপ্ন থাকে তবে স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে হবে। কারণ শিক্ষা অর্জন এবং কঠোর পরিশ্রম করে সবকিছুই করা সম্ভব। তাই স্বপ্ন দেখতে থাকুন। এখন বিভিন্ন ক্ষেত্রে যেমন-শিক্ষা, বাল্যবিবাহ, নারী ও মেয়েরা যাতে সমাজে শক্তিশালী অবদান রাখতে পারে তার ওপর আমাদের দৃষ্টিপাত করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ 

‘গার্লস টেকওভার’ হলো বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন। ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে কিশোরী স্বপ্না একদিনের জন্য কানাডীয় দূতাবাসের এবং কিশোরী সানজানা সুইডিশ দূতাবাসের দায়িত্ব পালন করেছে। 

এ বছরের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য হলো—‘কন্যাশিশুর অধিকারের জন্য বিনিয়োগ: আমাদের নেতৃত্ব, আমাদের সমৃদ্ধি’। এর মূল উদ্দেশ্য মেয়ে ও যুব নারীরা তাদের অধিকার আদায়ে, সমতা অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে যেসব প্রয়োজনীয় সহায়তা তাদের দিতে হবে তার প্রতি গুরুত্ব দেওয়া।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার