ঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের গাজীপুরের শ্রীপুর উপকেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গণস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, শামসুল কিছু দিন আগে চাকরি থেকে অব্যাহতি নেন। তিনি তাঁর পাওনা নেওয়ার জন্য আজ গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন।
দুর্ঘটনার পর চালকসহ সেলফি পরিবহনের বাসটি আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে একই পরিবহনের আরও পাঁচটি বাস আটক করেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা। আটক চালক আব্দুল করিম (৪৫) ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) বিষ্ণুপদ শর্মা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।