হোম > সারা দেশ > শরীয়তপুর

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের শামীম

শরীয়তপুর প্রতিনিধি

আব্দুল্লাহ শামীম। ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আব্দুল্লাহ শামীমকে (১৩) শরীয়তপুরে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সখীপুরের ডিএমখালী চরভয়রা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত শামীম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের মৃত আবুল কালাম মাঝির ছোট ছেলে। সে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

গতকাল সোমবার দুপুরের বিমান দুর্ঘটনায় শামীম গুরুতর আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয় বার্ন ইউনিটে। রাত ১১টার দিকে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে শামীম সবার ছোট। মা জুলেখা বেগম ছেলেমেয়ে নিয়ে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে থাকতেন। তার বাবা আবুল কালাম মাঝি সৌদিপ্রবাসী ছিলেন। সাত মাস আগে আবুল কালাম মাঝি সৌদি আরবে মারা যান। বাবা মারা যাওয়ার পর মা, বোন ও বড় ভাইয়ের আশ্রয়স্থলে আদর-যত্নে বেড়ে উঠছিল শামীম।

আজ সকালে শামীমের লাশ গ্রামের বাড়ি ভেদরগঞ্জের ডিএমখালি মাঝিকান্দি নিয়ে আসা হয়। পরে সকাল ৯টায় চরভয়রা উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। শামীমের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনেরা।

মামা সাইফুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল আমার ভাগনে আব্দুল্লাহ শামীম। ওর স্বপ্ন ছিল চিকিৎসক হবে। বাবার মৃত্যুর পর ওকে সবাই আগলে রেখেছিলাম। আজ ও আমাদের ছেড়ে চলে গেছে। ওর বাবার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ওর মতো এমন মৃত্যু আর যেন কারও না হয়।’

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শামীমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকার তাদের পাশে রয়েছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট