হোম > সারা দেশ > ঢাকা

নিপাহ ভাইরাস ঠেকাতে খেজুরের কাঁচা রস এড়িয়ে চলার আহ্বান আইইডিসিআরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেজুরের কাঁচা রসে নিপাহ ভাইরাসের অস্তিত্ব থাকায় এই রস এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বছরের প্রথম ১০ দিনে দেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর পর এমন সতর্ক থাকার পরামর্শ দিল প্রতিষ্ঠানটি।

আজ বুধবার আইইডিসিআরে ‘শীতের সংক্রামক রোগ এবং নিপাহ ভাইরাস সংক্রমণ’ শীর্ষক সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

আইইডিসিআর জানায়, গত বছরের শেষ দিকে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার তিনটি রিপোর্ট করা হয়েছিল। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। যাদের একজন নওগাঁ অন্যজন ফরিদপুরের বাসিন্দা। আর নতুন বছরের প্রথম দশ দিনে এ ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাসিন্দা। মৃত ওই নারীর কাঁচা খেজুরের রস খাওয়ার ইতিহাস ছিল।

নিপাহ ভাইরাসে মৃতের হার ৭১ শতাংশ উল্লেখ করে এ সময় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, ‘বাদুড়ের লালা বা প্রস্রাবের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়। বাদুড় যখন খেজুরের রস খায়, তখন তার মাধ্যমে সেটি ইনফেকটেড হয়ে যায়। মানুষ সেই রস খেলে তাতে আক্রান্ত হয়। সেই ব্যক্তির মাধ্যমে পরিবারের বাকি সদস্য ও পরিচিতরা সংক্রমিত হোন।’

এ জন্য কাঁচা খেজুরের রস এবং বাদুড়ের আধা খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত বলেও জানান তিনি।

আইইডিসিআর-এর গবেষকদের মতে, নিপাহ ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখাতে রস খেলে আট থেকে নয় দিন সময় লাগে। মানুষ থেকে মানুষে সংক্রমণের ক্ষেত্রে, লক্ষণগুলো ৬-১১ দিন পরে প্রদর্শিত হয়। তাই খেজুরের রস গরম করার পর খাওয়া নিরাপদ এবং গুড়ও নিরাপদ।

এ সময় রস সংগ্রহকারীদের রস সংগ্রহের পর সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেন বক্তারা।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে