হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর নাঈমের বিরুদ্ধে মামলা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণখানে চাঁদাবাজির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের বিরুদ্ধে মামলা করেছেন একই এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ী নুরুল আক্তার। 

গত ২৩ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে দক্ষিণখানের আশকোনা এলাকার 'আশকোনা-গাওয়াইর পরিষ্কার পরিচ্ছন্ন জনকল্যাণ প্রকল্প'র মালিক নুরুল আক্তার বাদী হয়ে আদালতে একটি নালিশি মামলা করেন। এর প্রেক্ষিতে গতকাল বুধবার আদালত ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি রেকর্ড করার জন্য নির্দেশ দেন। ওই মামলায় কাউন্সিলর নাঈম ছাড়াও দক্ষিণখানের আশকোনা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. রাজু (৩৫) ও মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মাসুদ (৩৫) কেও আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়, মামলার বাদী নুরুল আক্তার ১৯৯০ সাল থেকে ডিএনসিসি'র ৪৯ নম্বর ওয়ার্ডের গাওয়াইর, আশকোনা ও হাজী ক্যাম্প এলাকার বাসাবাড়ি, দোকানপাট, মার্কেট ও বাজার রাস্তা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ ও অপসারণ করে জীবিকা নির্বাহ করেন। ২০২০ সাল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নীতিমালা যথাযথ পালন করে ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু কাউন্সিলর নাঈমের নির্দেশে তার দুই সহযোগী রাজু ও মাসুদ নিয়মিত চাঁদা দাবি করত। চাঁদা না দেওয়ায় আসামিরা বর্জ্য অপসারণের তিনটি ভ্যান গাড়ি নিয়ে যায়। চাঁদার টাকা না পেয়ে ভ্যানচালক আনোয়ার হোসেন ও রেফাজকেও মারধর করে আসামিরা। এ ছাড়া জানে মেরে ফেলা ও গুম করার হুমকিও দেওয়া হয়। 

এ বিষয়ে মামলার বাদী নুরুল আক্তার আজকের পত্রিকাকে বলেন, 'চাঁদাবাজির ঘটনায় আমি দক্ষিণখান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে আদালতে গিয়ে একটি নালিশি মামলা করি। পরবর্তীতে আদালতের নির্দেশে দক্ষিণখান থানায় মামলাটি হয়।' 

কাউন্সিলর আনিসুর রহমান নাঈম আজকের পত্রিকাকে বলেন, 'মামলার বাদী আমার এলাকাতেই থাকে। কিন্তু বিগত ছয় মাসেও আমার সঙ্গে দেখা হয় নাই। অথচ কি কারণে আমার নামে চাঁদাবাজি ও তাঁর অফিস ভাঙচুরের মামলা করলো তা জানি না। মামলা হয়েছে, এখন পুলিশ তদন্ত করবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক।' 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'আদালতের নির্দেশে দক্ষিণখান থানায় কাউন্সিলর নাঈমসহ দুজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন