হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেল চলন্ত প্রাইভেট কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাংলামোটর এলাকায় একটি চলন্ত প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকারটি। তবে কেউ আহত হননি।

আজ মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির।

এসআই আব্দুল কাদির বলেন, একটি চলন্ত প্রাইভেটকারের ওপর হঠাৎ করেই গাছ ভেঙে পড়ে। বাতাসের কারণে গাছটি ভেঙে পড়েছে। সেই সময় কারে শুধু চালক ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাত লাগেনি।

ঘটনাটি ঘটেছে সোনারগাঁও সিগন্যাল থেকে বাংলামোটর বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সাদা রঙের প্রাইভেটকারটির ওপর হুট করেই গাছটি ভেঙে পড়ে। এতে বিকট শব্দ হওয়ায় আশপাশে থাকা মানুষজন ভয় পেয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাইভেটকারটির ওপরের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গেছে।

খবর পেয়ে তেজগাঁও জোনের ফায়ার সার্ভিসের একটি টিম এসে রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেটকারের ওপর থেকে গাছটি সরিয়ে নেয়।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা