করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠান প্রাভা হেলথ কেয়ারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। সেজন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক, তাঁর স্ত্রী এবং দুই মেয়ে। জরুরি ভিত্তিতে করোনা পরীক্ষার দরকার হওয়ায় গত ৭ জুলাই রাজধানীর বনানীতে প্রাভা হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানে নমুনা দেন তাঁরা। ওই দিন রাতেই ফলাফল পজেটিভ বলে জানানো হয়।
কিন্তু পরদিন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষা করালে ফল নেগেটিভ আসে। তবে, নিজেদের দেওয়া ফলাফল সঠিক বলে দাবি করে প্রাভা। এরপরই বিষয়টি নজরে আসে।
মাহফুজ শফির অভিযোগ পেয়ে বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে কমিটির সদস্যরা প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ পান।
মাহফুজ শফি বলেন, প্রাভার ভুলের কারণে আমার পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। স্ত্রী, সন্তানদের ফ্লাইট বাতিল হয়েছে। তাই বিষয়টি আনুষ্ঠানকিভাবে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক এবং র্যাবের ডিজিকে চিঠি দিয়ে জানিয়েছি।