হোম > সারা দেশ > ঢাকা

রোগীকে রক্ত দিতে এসে সোহরাওয়ার্দী হাসপাতালে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এক রোগীকে রক্ত দানের পর মাথা ঘুরে দুই তলা থেকে নিচে পড়ে শাহরিয়ার শুভ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালে শুভর বন্ধু মো. রাকিব হোসেন জানান, তাঁদের বাড়ি সাভারের উলাইল এলাকায়। তাঁদের পাশাপাশি বাড়ি। রাকিবের ছোটবোন তানজিলা বাতজ্বরে আক্রান্ত। ২০ দিন ধরে সে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি। তাকে রক্তদানের জন্যই বন্ধু শুভকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের দ্বিতীয় তলায় রক্ত দেওয়ার পর সিড়ির পাশে বসে ছিল শুভ। তাঁকে রেখে রাকিব ৫ তলায় রোগীর কাছে যান। সেখান থেকে আবার দ্বিতীয় তলায় এসেই শুনতে পারেন, মাথা ঘুরে ভবনের নিচে পড়ে গেছে শুভ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। তবে সেখানকার চিকিৎসকেরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। 

জানা গেছে, শুভর বাবার নাম গোলাম মওলা রিপন। স্থানীয় একটি ভার্সিটিতে পড়তো শুভ। পাশাপাশি অনলাইনে কাজ করতো। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুভর মরদেহটি মর্গে রাখা হয়েছে।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন