হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান (৮০) নামে এক সাবেক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

নিহত হাবিবুর রহমানের বাসা খিলক্ষেতের বটতলায়। তিনি মৃত জুয়াদ আলীর ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন খিলক্ষেত রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তারা মিয়া। 

তাঁরা মিয়া জানান, আজ সকালে সিএমএইচে চিকিৎসার জন্য যাওয়ার পথে রেলক্রসিং পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় মালবাহী কনটেইনার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই সাবেক সেনাসদস্যের মরদেহ উদ্ধার করা হয়। 

তারা মিয়া বলেন, ‘পরে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, তিনি একজন সাবেক সেনাসদস্য ছিলেন। পরে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

নিহতের ছেলের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘আমার শ্বশুর ১৯৯১ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি বাসায় থাকতেন। বুধবার সকালের দিকে সিএমএইচে চিকিৎসার জন্য যাওয়ার পথে খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আমার শ্বশুর।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়