হোম > সারা দেশ > ঢাকা

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আগামীকাল ডা. জাফরুল্লাহকে দাফন করা হবে 

ঢাবি প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজার আগে এ ঘোষণা দেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী।

বারিশ চৌধুরী বলেন, ‘আমার বাবা যদি অন্যায় কাজ করে থাকেন, যদি কারো কাছে ঋণ পরিশোধ করার কিছু থাকে, কারো কোনো পাওনা থাকে তাহলে প্লিজ, আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পরেও তাঁর যুদ্ধ শেষ হয়নি, তাঁর কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ।’

জাফরুল্লাহ চৌধুরীর ছেলে আরও বলেন, ‘আমার বাবার ইচ্ছে ছিল তাঁর দেহ দান করা হবে মেডিকেল সায়েন্সের জন্য, আমরা সন্তান হিসেবে ও পরিবার হিসেবে তাঁর আশাটা ফুলফিল করতে চেয়েছিলাম। ঢাকা মেডিকেল কলেজ কিংবা গণস্বাস্থ্য কেন্দ্রে দান করতে চেয়েছিলাম। কিন্তু দুই প্রতিষ্ঠানের কেউ নাই যে যারা বা যে আমার বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন, এটা তাঁর সম্মানের জন্য হয়েছে। সম্মানের জায়গা থেকে কেউ হাত দিতে রাজি না হলে আমাদের আসলে কিছু করার থাকে না। তাই আগামীকাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজ পর আরেকটি জানাজা শেষে দাফন করা হবে।’

আজ প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মসজিদুল জামিয়ার (কেন্দ্রীয় মসজিদ) ইমাম সৈয়দ এমদাদ উদ্দীন।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন