হোম > সারা দেশ > ঢাকা

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আগামীকাল ডা. জাফরুল্লাহকে দাফন করা হবে 

ঢাবি প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজার আগে এ ঘোষণা দেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী।

বারিশ চৌধুরী বলেন, ‘আমার বাবা যদি অন্যায় কাজ করে থাকেন, যদি কারো কাছে ঋণ পরিশোধ করার কিছু থাকে, কারো কোনো পাওনা থাকে তাহলে প্লিজ, আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পরেও তাঁর যুদ্ধ শেষ হয়নি, তাঁর কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ।’

জাফরুল্লাহ চৌধুরীর ছেলে আরও বলেন, ‘আমার বাবার ইচ্ছে ছিল তাঁর দেহ দান করা হবে মেডিকেল সায়েন্সের জন্য, আমরা সন্তান হিসেবে ও পরিবার হিসেবে তাঁর আশাটা ফুলফিল করতে চেয়েছিলাম। ঢাকা মেডিকেল কলেজ কিংবা গণস্বাস্থ্য কেন্দ্রে দান করতে চেয়েছিলাম। কিন্তু দুই প্রতিষ্ঠানের কেউ নাই যে যারা বা যে আমার বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন, এটা তাঁর সম্মানের জন্য হয়েছে। সম্মানের জায়গা থেকে কেউ হাত দিতে রাজি না হলে আমাদের আসলে কিছু করার থাকে না। তাই আগামীকাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজ পর আরেকটি জানাজা শেষে দাফন করা হবে।’

আজ প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মসজিদুল জামিয়ার (কেন্দ্রীয় মসজিদ) ইমাম সৈয়দ এমদাদ উদ্দীন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট