হোম > সারা দেশ > ঢাকা

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আগামীকাল ডা. জাফরুল্লাহকে দাফন করা হবে 

ঢাবি প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দাফন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তৃতীয় জানাজার আগে এ ঘোষণা দেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী।

বারিশ চৌধুরী বলেন, ‘আমার বাবা যদি অন্যায় কাজ করে থাকেন, যদি কারো কাছে ঋণ পরিশোধ করার কিছু থাকে, কারো কোনো পাওনা থাকে তাহলে প্লিজ, আপনারা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পরেও তাঁর যুদ্ধ শেষ হয়নি, তাঁর কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ।’

জাফরুল্লাহ চৌধুরীর ছেলে আরও বলেন, ‘আমার বাবার ইচ্ছে ছিল তাঁর দেহ দান করা হবে মেডিকেল সায়েন্সের জন্য, আমরা সন্তান হিসেবে ও পরিবার হিসেবে তাঁর আশাটা ফুলফিল করতে চেয়েছিলাম। ঢাকা মেডিকেল কলেজ কিংবা গণস্বাস্থ্য কেন্দ্রে দান করতে চেয়েছিলাম। কিন্তু দুই প্রতিষ্ঠানের কেউ নাই যে যারা বা যে আমার বাবার গায়ে ছুরি লাগাতে পারবেন, এটা তাঁর সম্মানের জন্য হয়েছে। সম্মানের জায়গা থেকে কেউ হাত দিতে রাজি না হলে আমাদের আসলে কিছু করার থাকে না। তাই আগামীকাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজ পর আরেকটি জানাজা শেষে দাফন করা হবে।’

আজ প্রথম নামাজে জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মসজিদুল জামিয়ার (কেন্দ্রীয় মসজিদ) ইমাম সৈয়দ এমদাদ উদ্দীন।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন