ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালক-সহকারীরা। আজ বৃহস্পতিবার ভোর থেকে সড়কের উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এই প্রতিবেদন লেখার সময় যানজট কিছুটা কমে উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের সংস্কারকাজ চলমান থাকায় তীব্র এই যানজটের সৃষ্টি হয়।
সেতু কর্তৃপক্ষ বলছে, পশ্চিম প্রান্তে ব্রিজ ও সড়কের সংস্কারকাজ চলমান থাকায় গত কয়েক দিন ধরেই পশ্চিম প্রান্তে যানজটের সৃষ্টি হচ্ছিল। আজ ভোররাত থেকে সেই যানজট সেতুর পূর্ব প্রান্তের টোলপ্লাজা পর্যন্ত পৌঁছে গেলে সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার সম্ভব না হওয়ায় ভোর সাড়ে ৪টা থেকে টোল আদায় বন্ধ রাখতে হয়। এর ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এখন টোল আদায় চলমান রয়েছে।