হোম > সারা দেশ > ঢাকা

মামলা দেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ, একদিনে ৩৫ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কার্যত অকার্যকর হয়ে পড়েছিল পুলিশ বাহিনী। এর নেতিবাচক প্রভাব পড়েছিল ট্রাফিক শৃঙ্খলায়ও। তবে রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে আবারও কাজ শুরু করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। গতকাল সোমবার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৭৬টি মামলা এবং ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। 

পুলিশ কর্মকর্তা বলেন, ’সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৭৬টি মামলা করা হয়েছে। এতে ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা টাকার মধ্যে ৭ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।’ 

এদিকে মামলা ও জরিমানা করা ছাড়াও অভিযানে ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়েছে বলেও জানিয়েছে মুহাম্মদ তালেবুর রহমান। ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট