হোম > সারা দেশ > ঢাকা

বিজয়নগরে টিভির গোডাউনে আগুন, দেখা দিয়েছে পানি সংকট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইলের বিজয়নগর এলাকার ৭১ হোটেলের পেছনে হা-মীম ইলেকট্রনিকসের একটি টেলিভিশনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তবে পানি সংকট দেখা দেওয়ায় কাজ করতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। আশপাশের ভবন থেকে পাইপের মাধ্যমে পানি নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। 

গোডাউনের কর্মচারীরা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে তারা গোডাউন বন্ধ করার পরপরই এই আগুনের ঘটনা ঘটে। 

আজ বুধবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের ১০০ কর্মী আগুন নেভাতে কাজ করছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক। 

রাফি আল ফারুক জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগর হোটেল ৭১ এর পেছনের একটি গোডাউনে আগুন লাগে। পরে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে বর্তমানে ১৩টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট